১৬ নভেম্বর, ২০১৮ ১২:৪৭

গাংনীতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী খাসমহল গ্রামে জাহানারা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

জাহানারা খাসমহলের রেজাউল হকের স্ত্রী ও আহম্মদ আলীর মেয়ে। পুলিশ রেজাউলকে গ্রেফতার করেছে।

পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রেজাউল। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর পাঠানো হয়েছে।

রেজাউল হক জানান, এ উপজেলার তেতুঁলবাড়িয়া গ্রামের এক ব্যক্তির সাথে জাহানারার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। বারবার নিষেধ করার পরও সে এ থেকে বিরত হচ্ছিল না। এজন্য প্রায় ১৫ দিন আগে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তারপরও জাহানারার সাথে দেখা করে তার পরকীয়া প্রেমিক। এ জন্য রাগে ও ক্ষোভে তাকে হত্যা করা হয়েছে বলে জানানা রেজাউল।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। সেই সাথে গ্রেফতার করা হয়েছে ঘাতক স্বামীকে। পরকীয়ার জেরে রাগে ও ক্ষোভে স্ত্রীকে হত্যা করেছে বলে রেজাউল ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর