১৭ নভেম্বর, ২০১৮ ১৮:২৪

সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন

নাটোর প্রতিনিধি

সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন

নাটোরের সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে শনিবার দিনব্যাপী পৌর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবিরে এ সেবা দেয়া হয়। 

সকালে সেবার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। এসময় পৌরসভার মেয়র আলহাজ মো. জান্নাতুল ফেরদৌস, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারসহ পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চক্ষু শিবিরে সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলামের নেতৃত্বে ৫জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার সহস্রাধিক দরিদ্র রোগীর বিনামূল্যে সেবা প্রদান করেন।

সিরাজগঞ্জের অধ্যাপক এম.এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চক্ষু শিবিরের সমন্বয়ক আব্দুল আলিম জানান, দিনব্যাপী সহস্রাধিক রোগীর সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৫০ জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে। এছাড়াও ১৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেয়া হবে। তাদের যাতায়াত ও ওষুধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর