১৯ নভেম্বর, ২০১৮ ১৪:১৩

শিক্ষার্থীদের উৎসাহী করতে ইউএনও’র পুরষ্কার ঘোষণা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

শিক্ষার্থীদের উৎসাহী করতে ইউএনও’র পুরষ্কার ঘোষণা

ফরিদপুরের চরভদ্রাসনের শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করতে পুরষ্কার ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা। সোমবার বেলা ১১টার দিকে একটি প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ ঘোষণা দেন।

জানা যায়, কক্ষ পরিদর্শন শেষে বিএসডাঙ্গী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষে আসেন ইউএনও। সেখানে কেন্দ্র সচিব ও উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানার সাথে বাক্যলাপের এক পর্যায়ে সেলফে রাখা বিভিন্ন প্রকার বই দেখতে পান তিনি। কোন ছাত্র কতগুলো বই পড়তে নিলো তা একটি রেজিস্ট্রার খাতায় হিসেব রাখতে বলেন। মাস শেষে শ্রেষ্ঠ পাঠককে পুরষ্কার করার ঘোষণা দেন তিনি।

এ ব্যাপারে জেসমিন সুলতানা বলেন, আমার মা একজন শিক্ষক। তার কাছ থেকে শিক্ষার মানউন্নয়নে আমার হাতেখড়ি হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি স্কুলে এ পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া উপজেলার শিক্ষা বিষয়ক সমস্যাগুলো নির্ণয় করে সমাধানের চেষ্টা করবো।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর