২০ নভেম্বর, ২০১৮ ১৬:২৫

ফরিদপুরে দু‌‌'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দু‌‌'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুরে জমিজমা নিয়ে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। গ্রামবাসীর এ সংঘর্ষ থামাতে পুলিশ ১০টি টিয়ারশেল ও ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের গোপালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের ঘটনায় আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় গুরুতর আহতরা হলেন, আজিজুল মৃধা, আবেদ মৃধা, লাইলী বেগম, ওলিয়ার মোল্লা, মিলন মোল্লা, জামাল মোল্লা, সুমন মাতবর।

স্থানীয় এলাকাবাসী ও সালথা থানা সূত্রে জানা গেছে, গোপালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল আইয়ুব আলী ও হাফিজুর রহমানের। সোমবার রাতে আইয়ুব আলীর সাথে হাফিজুরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষের পর বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর