শিরোনাম
২০ নভেম্বর, ২০১৮ ১৬:৫১

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফ'র কর্মী আটক

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে ইউপিডিএফ'র কর্মী আটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে চাঁদাবাজির অভিযোগে বিক্রমা দীপ্ত চাকমা ওরফে কালাবো চাকমা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ডাঙ্গাছড়া এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনীর একটি বিশেষ দল। এসময় একটি বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে বিক্রমা দীপ্ত চাকমাকে আটক করে যৌথ বাহিনীর ওই দল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইউপিডিএফের পক্ষে চাঁদা আদায় করার কথা স্বীকার করে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিক্রমা দীপ্ত চাকমা আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।  তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর