২০ নভেম্বর, ২০১৮ ১৭:১০

নানিয়ারচরে দুই তক্ষক ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

নানিয়ারচরে দুই তক্ষক ব্যবসায়ী গ্রেফতার

রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে তক্ষক পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার  করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, রীতিময় চাকমা (২৫) ও আনুমং মারমা (২৭)। দীর্ঘদিন ধরে গোপনে তক্ষক পাচারের ব্যবসা করে আসছিল এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করে পুলিশ। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের পানছড়ি এলাকার সব্যসাচী চাকমার ছেলে রীতিময় চাকমা। অন্যদিকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার মংশিং মারমার ছেলে আনুমং মারমা দীর্ঘদিন ধরে গোপনে তক্ষক পাচারের ব্যবসা করে আসছিল এমন অভিযোগ রয়েছে পুলিশের কাছে। এই অভিযোগের ভিত্তিতে নানিয়ারচর বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 

নানিয়ারচর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রীতিময় চাকমা ও আনুমং মারমা প্রথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক ব্যবসা ও পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন ও পশু সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর