২১ নভেম্বর, ২০১৮ ১৮:৪২

টেকনাফে ৩ মাদক পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার):

টেকনাফে ৩ মাদক পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩ মাদক পাচারকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হচ্ছেন, সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপা এলাকার মৃত সজল আহাম্মদের ছেলে মো. আলম (৪০), বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মৃত কবির আলমের ছেলে মো. আবু সিদ্দিক (২৫), সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. আব্দুল্লাহ (১৯)।

টেকনাফ-২ বিজিবি’র সহকারী পরিচালক মো. নুরুল হুদা জানান, আজ বুধবার বিকালে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন'র বিশেষ টহল দল রুহুল্লার ডেপা এলাকায় গমন করে।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইয়াবা ক্রয়-বিক্রয় উদ্দেশ্য সাবরাং ইউনিয়নের রুহুল্লার ডেপার মো. আলমের বসত বাড়িতে অবস্থান করছে। বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে রক্ষিত স্টিলের আলমারি ভেতর বিভিন্ন কাপড় ভর্তি একটি শপিং ব্যাগ দেখতে পায়।পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাগটি বের করে কাপড়ের সাথে মোড়ানো অবস্থায় ৩০ লাখ টাকার মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রাখার দায়ে ধৃত আসামিদের ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৯ হাজার ৮৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর