২২ নভেম্বর, ২০১৮ ১৬:০৬

চুয়াডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণ ও হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

চুয়াডাঙ্গায় শ্যালিকাকে ধর্ষণ শেষে হত্যার দায়ে দুলাভাই ইমান আলীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জিয়া হায়দার এ রায় দেন। মামলার অপর আসামি আব্দুল মজিদ মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাকে খালাস প্রদান করা হয়েছে।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, ২০১৪ সালের ৯ সেপ্টম্বর রাতে দর্শনা জয়নগরের লিয়াকত আলীর মেয়ে ফারাজান আক্তার কুটি নিখোঁজ হয়। পরে ১১ সেপ্টেম্বর পুলিশ সন্দেহভাজন হিসেবে কুটির দুলাভাই ইমান আলী ও জয়নগরের বিল্লাল হোসেনের ছেলে আব্দুল মজিদকে আটক করে। এদের স্বীকারোক্তিতে নিহত কুটির লাশ উদ্ধার করে পুলিশ। এ মামলায় ১৪ জন স্বাক্ষীকে পরীক্ষা শেষে বিচারক ইমান আলীর যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর