১০ ডিসেম্বর, ২০১৮ ১৫:০১

২২ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি:

২২ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংস ও ৬ শত ফুট হরিণ ধরা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময়ে শিকারিদের ব্যবহৃত একটি ডিঙ্গি নৌকাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা মাংস আজ সোমবার সকালে আদালতের নির্দেশে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেওয়া হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, রবিবার সন্ধ্যায় চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা গোপন সংবাদ পেয়ে বনে অভিযান চালায়। এসময় চরখালী বনাঞ্চলে চোরা শিকারীরা বনরক্ষীদের দেখতে পেয়ে গহীন বনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে হরিণের মাংস ২২ কেজি, নাইলনের দঁড়ির ফাঁদ উদ্ধার করা হয়। আদালতের র্নিদেশে উদ্ধার করা হরিণের মাংস মাটিচাপা দেয়া হয়েছে। আটক করা হয় একটি ডিঙ্গি নৌকা। এঘটনায় অজ্ঞাত চোরা শিকারিদের বিরুদ্ধে বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর