১০ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৩

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুঁড়ি সিদ্দিকীর গণসংযোগ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কুঁড়ি সিদ্দিকীর গণসংযোগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষে ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে কুশলাদী বিনিময় করছেন তিনি। 

ইতোমধ্যে নির্বাচনী মাঠে দুই উপজেলার ভোটারদের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছেন নবীন মুখ কুঁড়ি সিদ্দিকী। বঙ্গবীরের মেয়ে কুঁড়ি সিদ্দিকীকে নিয়ে স্বতস্ফূর্ত ভাবে মাঠে কাজ করছেন তৃণমূল নেতাকর্মীরা। 

রবিবার প্রতীক বরাদ্ধের পর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে উপজেলার পাথারপুর, কালিয়ান পাড়া, গজারিয়া, বতেুয়া, হতেয়া ও পৌর এলাকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তিনি। কুঁড়ি সিদ্দিকীর নাম শুনলেই তাকে দেখার জন্য দৌঁড়ে এসে ভীড় জমায় সাধারণ জনগণ। বয়সে তরুণ ও নারী নেতৃত্বেও এই নতুন মুখ কুঁড়ি সিদ্দিকীর প্রতি ব্যাপক আকৃষ্ট এই আসনের তরুণ ও নারী ভোটাররা। আগামী ৩০ তারিখে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশা করছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর