১১ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৩

নিরাপদ সড়ক কর্মসূচি উদ্বুদ্ধকরণে র‌্যালি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

নিরাপদ সড়ক কর্মসূচি উদ্বুদ্ধকরণে র‌্যালি

ময়মনসিংহের ফুলপুরে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নিরাপদ সড়ক কর্মসূচীর উদ্বুদ্ধকরণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।  র‌্যালিটি ফুলপুর পৌরভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর র‌্যালিটি নর্দার্ন বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)’র সহযোগিতায় ফুলপুর পৌর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।

নেতৃত্বে ছিলেন ফুলপুর পৌরসভার মেয়র আমিনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে এলজিইডির নবিদেপ প্রকল্প পরিচালক আবু মোহাম্মদ শাহরিয়ার, বিশেষ অতিথি হিসেবে প্রকল্প উপ-পরিচালক আনোয়ার হোসেন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন-আরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ কুতুব চৌধুরীর সহধর্মিনী নাহিদ নিগার সুলতানা।

এছাড়া পৌর কাউন্সিলরবৃন্দসহ র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র হুমায়ুন কবির মিলন, পৌর সচিব আব্দুল মোতালিব, সহকারি প্রকৌশলী পঙ্কজ কুমার পাল, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, একাউন্ট অফিসার রায়হান কায়সার জুয়েল প্রমুখ। র‌্যালি শেষে নিরাপদ সড়ক কর্মসূচির প্রতি উদ্বুদ্ধকরণে মেয়রের সভাপতিত্বে পৌরভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর