১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৪

ইউএনও’র লোক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক রিমান্ডে

অনলাইন ডেস্ক

ইউএনও’র লোক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক রিমান্ডে

টাঙ্গাইলের সখীপুরে নিজেকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে আমিন আহমেদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। উপজেলার হলদ্রিয়া চালার স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে পুলিশে দেয়। এই ঘটনায় আমিন আহমেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এঘটনায় সোমবার রাতে ব্যবসায়ী চান মাহমুদ বাদী হয়ে সখীপুর থানায় মামালা করেছেন। আমিন আহমেদ নিজেকে ‘সাপ্তাহিক সামাল’ পত্রিকার সাংবাদিকও পরিচয় দেন। সে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ ভন্ডশহর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও ব্যবসায়ীরা জানায়, বিজয় দিবসের আমন্ত্রণ পত্র হাতে নিয়ে ইউএনও’র লোক পরিচয় দিয়ে হলদ্রিয়াচালা এলাকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতে আসেন আমিন আহমেদ। মোবাইলে অন্য প্রান্তে থেকে এক পতারক দিয়ে ফোন করিয়ে ইউনও সাহেব ফোন দিছে বলে ব্যবসায়ীদের কাছে মোবাইলে কথা বলিয়ে দেয় সে। পরে ব্যবসায়ীরা মোবাইলে কথা বললে সন্দেহ হলে বিষয়টি উপজেলার ইউএনও আমিনুর রহমানকে অবহিত করে আমিন আহমেদকে আটক করে জনতা। এ সময় সে নিজেকে ‘সাপ্তাহিক সামাল’ পত্রিকার সাংবাদিকও পরিচয় দেন। পরে তাকে সখীপুর থানার পুলিশের কাছে তুলে দেন ব্যবসায়ীরা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ কাজ করেছে। সে দীর্ঘদিন ধরেই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) মো. আব্দুল জব্বার বলেন, আমিন আহমেদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পতারক চক্রটিকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর