১১ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৬

'জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন'

অনলাইন ডেস্ক

'জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন'

ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী, রাজাকার, আলবদরদের জেলখানা থেকে মুক্ত করেছিলেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান একরাতে মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করে দিয়েছিলেন।

মঙ্গলবার সকালে কালেক্টরেট চত্বরে অনুষ্ঠিত কুষ্টিয়া মুক্ত দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন হানিফ।

হানিফ আরও বলেন, জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। কারণ স্বাধীনতা যুদ্ধের পর জিয়াউর রহমানের প্রতিটি কাজ প্রমাণ করে তিনি কখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর