১৩ ডিসেম্বর, ২০১৮ ১৫:৫৪

হবিগঞ্জে জলমহালের ইজারা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে জলমহালের ইজারা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ২০

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের নোয়াঁগাও গ্রামে জলমহালের ইজারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও ২০জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দু'পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।  

নিহত কৃষক হলেন, নোয়াগাঁও গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র মতিউর রহমান (৪৫)।  আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচ জনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় এলাকাবাসী ও আহত সূত্র জানায়, বানিয়াচঙ্গ উপজেলার নোয়াগাঁও গ্রামের সাবেক মেম্বার তালেব মিয়া ও একই গ্রামের আওয়ামী লীগ নেতা আরজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামের মেন্দি ও পাড়ুয়া বিল ইজারা নিয়ে বিরোধ চলে আসছিল।  এ বিরোধের জের ধরেই আজ সকাল ১০টার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এসময় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। 

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত ঘোষণা করেন।  সংঘর্ষে আহতের মধ্যে ইফজুর রহমান (৪০), জুনায়েদ মিয়া (২৮), শাফিকুর নুর (২৩), রোমান মিয়া (২৬), তরুজ মিয়াকে (৪৮) আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বানিয়াচঙ্গ থানার ওসি রাশেদ মোবারক জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  সংঘর্ষে একজন নিহত হয়েছেন।  বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর