১৪ ডিসেম্বর, ২০১৮ ১৩:১০

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাদদেশ শাহাদাতস্থল রেহাইচরে তার স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।

প্রথমে জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করেন চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমীনসহ অন্যান্য সংগঠন।

এরপরে সোনামসজিদ প্রাঙ্গণে জাহাঙ্গীরের সমাধিস্থলে কোরআনখানি, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, দেশ শত্রুমুক্ত হবার ২ দিন আগে ৭ নং সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বীরের মত ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর শাহাদাত বরণ করেন।

তার শেষ ইচ্ছানুযায়ী পবিত্র সোনা মসজিদ প্রাঙ্গণে ৭ নং সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের পাশে তাকে দাফন করা হয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর