১৫ ডিসেম্বর, ২০১৮ ২১:৪০

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে ইজিবাইক (টমটম) এর ছাদে অভিনব কৌশলে পাচারকালে ১৮ হাজার ৯৪৯ পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার দুপুরের দিকে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করে বিজিবি। 

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, শনিবার হোয়াইক্যং বিওপিতে কর্মরত সুবেদার মো. আব্দুল জলিল শেখের নেতৃত্বে একটি টহলদল হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির দায়িত্বে নিয়োজিত ছিল। এসময় লাইনের পেছনে দাঁড়ানো একটি ইজিবাইক (টমটম) চালক ও যাত্রীবিহীন দেখতে পায় টহল দল। ইজিবাইকটি সন্দেহ হলে তল্লাশি করে ছাদের ত্রিপলের সাথে মোড়ানো কিছু ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। পরে প্যাকেটগুলো খুলে গণনা করে ৫৬ লাখ ৮৪ হাজার ৭০০ টাকা মূল্যের ১৮ হাজার ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি টহল দল। 

জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর