১৬ ডিসেম্বর, ২০১৮ ১১:৫১

হামলা-মামলায় ধানের শীষের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি:


হামলা-মামলায় ধানের শীষের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না: এ্যানি

ভোটকেন্দ্র পাহারা দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে লক্ষ্মীপুর-৩ সদর আসনের ঐক্যফন্টের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘নির্বাচনকে জাতীয় ঐক্যফ্রন্ট চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য। কিন্তু ধানের শীষের পক্ষে গণসংযোগ করতে গেলেই আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে বাধা ও হামলা করে আমাদের গণসংযোগ ব্যাহত করছে। তবে কোন রক্তচক্ষু, হামলা, মামলা দিয়ে ধানের শীষের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।’

রবিবার সকাল সাড়ে ৮টায় মহান বিজয় দিবসে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এদিকে একই সময়ে একই স্থানে জেলা বিএনপি’র পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ শেষে খালেদা জিয়ার উপদেষ্টা ললক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল খায়ের ভূইয়া বলেছেন, কোন অপশক্তির কাছে মাথানত না করে প্রত্যেক নেতাকর্মী নিজ নিজ কেন্দ্রের দায়িত্ব নিয়ে ধানের শীষের বিজয়কে সুনিচ্ছিত করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ভোটের অধিকার নিশ্চিত করার মৌলিক দায়িত্ব পালন করতে হবে।’

বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর