১৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩৮

সুপারি বাগান থেকে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার)

সুপারি বাগান থেকে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সুপারি বাগানে তল্লাশি চালিয়ে তিন কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তাবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার ভোর রাতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টেকনাফ বিওপি একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে টহলদল সুপারি বাগানের ঝোঁপের ভিতরে প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগ খুলে গণনা করে ৩ কোটি টাকার মূল্য মানের ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে বিজিবি জানায়।

বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর