১৬ ডিসেম্বর, ২০১৮ ১৪:২৩

গলাচিপায় নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় নানা কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভোরে উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পরে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আইটি ইঞ্জি. সাবেক ছাত্রনেতা এস এম শাহজাদার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এর আগে পৌরমঞ্চে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ দে’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, বাবু কাশিনাথ দত্ত, হাজী মো. শাহজাহান মিয়া, কালাম মো. ইসা, হাজী মো. মজিবর রহমান, এ্যাডভোকেট মো. শামীম মিয়া, মো. মাইনুল ইসলাম রনো, তপন বিশ্বাস, মো. শাহীন শাহ, মো. আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন খলিফা, কেন্দ্রীয় নেতা শওকত হোসেন ভুলু, কেন্দ্রীয় নেতা মো. নিজাম উদ্দিন, মিসেস নুরুন্নাহার বেগম, ওয়ানা মার্জিয়া নিতু, আশিকুর রহমান রপন, শরীফ আহমেদ আসিফ, ইঞ্জিনিয়ার কাওসার নাঈম রেজা (শুভ্র) প্রমুখ।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর