১৭ ডিসেম্বর, ২০১৮ ১১:২৮
মেহেরপুরে পুলিশের উপর হামলার ঘটনায় মামলা

মেহেরপুরে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ নেতা কারাগারে

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ নেতা কারাগারে

মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে পুলিশের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সালাম বাঁধনসহ ছাত্রলীগের ৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদর থানায় সরকারি কাজে বাধা দান ও পুলিশ নির্যাতন অপরাধে মামলা দায়েরর পর তাদের আদালতে পাঠানো হয়। 

মেহেরপুর সদর থানার এসআই আব্দুল আলিম বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অর্ধশতাধিক আসামি করা হয়েছে। মামলায় এস আই রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মামলায় আব্দুস সালাম বাঁধন, ইব্রাহীম , শিশির ,আশিক আটক দেখানো হয়েছে। বাকি নামীয় চার আসামি পলাতক রয়েছে। 

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, রবিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর জেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রবিবার বেলা এগারটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলো। এসময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে জোরপূর্বক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে। ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ওসিসহ তিনজন আহত হয়।

বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর