১৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:৫৯

ঠাকুরগাঁওয়ে হেপাটাইটিস-বি আতঙ্ক

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ে হেপাটাইটিস-বি আতঙ্ক

ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম ফকদনপুর উত্তর পাড়া গ্রামে হেপাটাইটিস-বি রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে এ রোগে আক্রান্ত হয়ে এক বছরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যু আতংক ছড়িয়ে পড়ায় ওই গ্রামে এখন ভ্যাকসিন নেওয়ার হিড়িক পড়েছে।টিকা নিয়ে কেউ কেউ নিশ্চিত হলেও অন্যরা রয়েছেন আতংকে।

ওই গ্রামের যুবক বেলাল হোসেনর মা আনোয়ারা বেগম এ রোগে আক্রান্ত মারা গেছেন স্বীকার করে তিনি বলেন, গ্রামের পানি হতে হেপাটাইটিস রোগ ছড়াচ্ছে কিনা সেটা নিশ্চিত হওয়া দরকার। নইলে সারা গ্রাম এক সময় মৃত্যুপুরীতে পরিণত হবে। তাই আমি এ রোগের কারণ নির্নয়ের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সিভিল ডা. আবু মো. খয়রুল কবির জানান, রোগটি নির্ণয়ে ৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  ডা. আলী আফজাল, ডা. শিহাব মাহমুদ শাহারিয়ার ও সদর স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হামিদ সমন্বয়ে মেডিকেল বোর্ড ওই গ্রাম পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য ঢাকায় কথা বলা হয়েছে। আশা করছি ঢাকা থেকে নির্দেশনা পেলে খুব শীঘ্রই ওই গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর