১৭ ডিসেম্বর, ২০১৮ ২২:১১
পুলিশবাহী ট্রলার ডুবি

১৩ ঘণ্টার পর নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পটুয়াখালী প্রতিনিধি

১৩ ঘণ্টার পর নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার

ফাইল ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী নদীতে মাদক বিরোধী অভিযানে গিয়ে ফিশিং বোটের ধাক্কায় ট্রলার ডুবে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মো.ফিরোজ রাঙ্গাবালী থানার কনস্টেবল ছিলেন।

রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ জানান, রবিবার রাতে রাঙ্গাবালীতে মাদক বিরোধী অভিযানের সময় গহিনখালী নদীতে পুলিশবাঞী ট্রলারের সাথে একটি ফিশিং বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই পুলিশবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় সাথে থাকা অস্ত্রসহ নিখোঁজ হন কনস্টেবল মো. ফিরোজ। স্থানীয়রা আহতাবস্থায় এএসআই মো. ইয়াসিন ও কনস্টেবল মো. মিজানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

ওসি আরও জানান, নিখোঁজের ১৩ ঘণ্টার পর সোমবার সকালে গহিনখালী নদীতে স্থানীয় জেলেদের জালে নিখোঁজ পুলিশ কনস্টেবল ফিরোজের লাশ আটকে যায়। পরে কাঁধে অস্ত্র ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে জেলেরা। ময়নাতদন্তের জন্য তার লাশ পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মো.ফিরোজ রাঙ্গাবালী থানার কনস্টেবল ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর