১৮ ডিসেম্বর, ২০১৮ ১৩:১২

চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

চরভদ্রাসনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এ অনুষ্ঠান বাস্তবায়ন করে।

ওকাপ এর উপজেলা ফিল্ড অফিসার সাব্বিরুজ্জামানের উপস্থাপনায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রবাসে নিপীরণ, অত্যাচার ও প্রতারণার স্বীকার ফাহিমা বেগম, শেফালী বেগম, বিথী আক্তার। তাদের বর্নণায় উঠে আসে দালালদের খপ্পরে পরা করুন সব কাহিনী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক মেজবাউদ্দীন, আবদুস সবুর কাজল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. মোতালেব মোল্লা।

এছাড়া “অভিবাসীর অধিকার মর্যাদা ও ন্যায় বিচার” শ্লোগানকে প্রতিপাদ্য করে অভিবাসী ফেরামের সদস্যদের নিয়ে র‌্যালি করে ওকাপ।

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর