১৮ ডিসেম্বর, ২০১৮ ১৮:২৪

টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার

আব্দুস সালাম, টেকনাফ(কক্সবাজার):

টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

আজ মঙ্গলবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আছাদুদ জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দরগাছড়া এলাকা দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। বিশেষ টহলদল নিয়ে দরগাপাড়ার কবরস্থান পার্শ্বে অবস্থায় নেওয়া হলে একজনকে ব্যাগ হাতে আসতে দেখা যায়। টহলদলের উপস্থিতি লক্ষ্য করামাত্র ব্যাগটি ফেলে সে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগটি খুুলে গণনা করে ৩০ লাখ টাকার মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর