১৯ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৪

সাভারে চার ভুয়া সাংবাদিক আটক

সাভার প্রতিনিধি

সাভারে চার ভুয়া সাংবাদিক আটক

সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লা থেকে চার ভুয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করার পর আদালতে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন, মফিজুর রহমান সোহেল, মবিনুর রহমান, নাজমুল হাসান ও আতিকুর রহমান আতিক ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, বুধবার সকালে সাভার পৌর এলাকার ছায়াবিথী মহল্লায় সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে সিএনএন বাংলা টিভির পরিচয়দানকারী ৬/৭  জনের একদল ভুয়া সাংবাদিক ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তারা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সাইফুলের বোন ও মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় ভুয়া সাংবাদিকরা ভুক্তভোগীর বোনকে একটি রুমে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে । 

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, এর আগে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি মামলা রয়েছে। আটককৃত চার জনকে প্রধান আসামি করে আরো তিন জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর