১৫ জানুয়ারি, ২০১৯ ১৮:০০

'চালের বাজারে স্থিতিশীলতা আনতে মনিটরিং টিম'

অনলাইন ডেস্ক

'চালের বাজারে স্থিতিশীলতা আনতে মনিটরিং টিম'

ফাইল ছবি

অস্থিতিশীল চালের বাজারে স্থিতিশীলতা আনতে দেশের প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা জানান তিনি।

চাল বাজারের পাশাপাশি কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান খাদ্যমন্ত্রী। 

এসময় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, খাদ্য বিভাগের মহাপরিচালক আরিফুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেনসহ রাজশাহী বিভাগের ৮ জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর