১৫ জানুয়ারি, ২০১৯ ২০:১০

পীরগঞ্জে টাঙ্গন নদীতে খাঁচায় মাছ চাষ

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও:

পীরগঞ্জে টাঙ্গন নদীতে খাঁচায় মাছ চাষ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীর উম্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ করে বেশ লাভবান হচ্ছেন মৎস চাষীরা। ৩টি ইউনিটে ৩০টি খাঁচায় পরীক্ষামূলক ভাবে মনোসেক্স জাতীয় তেলাপিয়া মাছ চাষ করে এবার প্রায় ৭ লাখ টাকা মুনাফা হয়েছে। 

আগামী বছরে এখান থেকে প্রায় ১৫ লাখ টাকা আয় হবে আশা করছেন মৎস্য বিভাগ।

পীরগন্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ইসমত আরা বলেন, একটি খাঁচায় ৬’শ থেকে ১ হাজার পিস মাছ চাষ করা যায়। প্রতি ৩ মাস অন্তর অন্তর মাছ বিক্রি করা যাবে। এতে একটি খাঁচা থেকেই সব খরচ বাদ দিয়ে কমপক্ষে ৫০ হাজার টাকা আয় করা যাবে। উপজেলার দু’টি স্থানে ৩টি ইউনিটের ৩০টি খাঁচায় আগামী বছর মাছ চাষ করে প্রায় ১৫ লাখ টাকা আয় করতে পারবেন চাষীরা। এতে চাষীরা যেমন লাভবান হবেন তেমনি মাছের উৎপান বাড়বে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর