১৫ জানুয়ারি, ২০১৯ ২২:১১

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের ৭ নেতা কারাগারে

প্রতীকী ছবি

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৭ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তারা জেলা ও দায়েরা জজ আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করলে বিচারক শওকত চৌধুরী তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরা হলেন, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সমাজকল্যাণ সম্পাদক এমএ বাতেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরুজ্জামান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক একে এম আব্দুল্লাহ।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী আব্দুল বাকী ও চমল আল মুইত বলেন, গত ১৬ অক্টোবর টাঙ্গাইল সদর বাজিদপুর এলাকায় বিস্ফোরণ আইনে এই ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তারা উচ্চ আদালতের মাধ্যেমে জামিন নিয়ে আসে। কিন্তু গত ডিসেম্বর মাসে তাদের উচ্চ আদালত থেকে আনা জামিনের সময় শেষ হয় গেলে তাদের টাঙ্গাইলের আদালতে হাজিরা দেওয়ার কথা ছিলো। কিন্তু নির্বাচনের কারণে তারা হাজিরা দিতে আসেনি। পরে আজ মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। আদালত অবমাননার কারণে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর