১৬ জানুয়ারি, ২০১৯ ১২:৩৫

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সভা

শরীয়তপুর প্রতিনিধি

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরীয়তপুরে সভা

শরীয়তপুরে ১৯ জানুয়া‌রি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উদযাপন করা হবে। এ উপলক্ষে ধবার আজ বুধবার সকাল ১১টায় শরীয়তপুর সি‌ভিল সার্জন স‌ম্মেলন ক‌ক্ষে সাংবা‌দিক ওরি‌য়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর স্বাস্থ্য বিভা‌গের আয়োজ‌নে জাতীয় এ ও‌রি‌য়ে‌ন্টেশন সভা করা হয়।

সভায় জানানো হয়, জেলায় ১ লক্ষ ৬২ হাজার ৮৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ১ হাজার ৬৭৭ টি স্থানে এ ক্যাম্প বসবে। এতে ৩ হাজার ৩৫৪জন হেলথ ওয়ার্কার ও ভলান্টিয়ার কাজ করবেন। স্বাস্থ্য সহকা‌রি থাক‌বেন ২৫৭ জন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

সভায় সভাপ‌তিত্ব ক‌রেন শরীয়তপুর সি‌ভিল সার্জন ডা. মো. খ‌লিলুর রহমান। এ সময় শরীয়তপুর সি‌ভিল সার্জন অফি‌সের এমও‌সিএস ডাঃ সৈয়দা সাহিনুর না‌জিয়াসহ জেলার প্রিন্ট, ইলে‌ক্ট্রিক ও অনলাইন পোর্টা‌লের সাংবা‌দিকরা উপ‌স্থিত ছি‌লেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর