১৬ জানুয়ারি, ২০১৯ ১২:৪৭

ভিটামিন 'এ' ক্যাম্পেইন নিয়ে ভোলায় সাংবাদিকদের জন্য কর্মশালা

ভোলা প্রতিনিধি:

ভিটামিন 'এ' ক্যাম্পেইন নিয়ে ভোলায় সাংবাদিকদের জন্য কর্মশালা

ভোলায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড' সফলভাবে বাস্তবায়নের লক্ষে সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্টিত হয়েছে। আজ সকালে ভোলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্রের সভাকক্ষে অরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিভিল সর্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভোলা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, সাংবাদিক কামাল উদ্দিন সুলতান, মোকাম্মেল হক মিলন, নজরুল হক অনুসহ ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

এসময় সিভিল সার্জন জানান, ১৯ জানুয়ারি শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জেলায় মোট ১৭৮৯টি কেন্দ্রে বিনামূল্যে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার শিশুকে ১টি নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৪২ হাজার ২৯৬ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

পরে ডাক্তার হাসনাইন আহমেদ এবিষয়ে বিস্তারিত তুলে ধরে মাল্টিমিডিয়ায় একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর