১৬ জানুয়ারি, ২০১৯ ১৬:৩২

লক্ষ্মীপুরে পানির অভাবে কৃষি উৎপাদন সংকটাপন্ন, দিশেহারা চাষিরা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পানির অভাবে কৃষি উৎপাদন সংকটাপন্ন, দিশেহারা চাষিরা

ফাইল ছবি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটের মেঘনা নদী সংলগ্ন রহমতখালী খালের ওপর নেভিগেশন লকযুক্ত দু'টি রেগুলেটর বিকল হয়ে পড়েছে। মাসের পর মাস রেগুলেটর দুটির বেশিরভাগ গেট বন্ধ থাকায় নদী থেকে পানি খালে প্রবেশ করতে পারছে না। 

স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতি ও চলমান সংস্কার কাজে ধীরগতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 

বর্তমানে পানির অভাবে একদিকে যেমন কৃষি উৎপাদন সংকটাপন্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে ওই অঞ্চলের প্রায় ৬০ থেকে ৭০ হাজার কৃষক জমি প্রস্তুত করে এখন আর্থিক লেকসানের মুখোমুখি অবস্থানে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষি বিভাগ সত্যতা স্বীকার করে দায় চাপালেন পানি উন্নয়ন বোর্ডের ওপর। পানি উন্নয়ন বোর্ড জনবল সংকটের অজুহাত তুলে সমস্যার সমাধানে কাজ চলছে বলে জানান, আর জেলা প্রশাসক দ্রুত পানি সরবরাহের তাগিদ দিলেন।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কিশোর কুমার মজুমদার বলেন, পানির অভাবে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত পানির ব্যবস্থা না হলে ক্ষতিগ্রস্থ হবে কৃষকরা।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রেগুলেটর দুটি দ্রুত সংস্কারের তাগিদ দেয়া হয়েছে। ৫-৬ দিনের মধ্যে পানি পাবেন কৃষকরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর