১৬ জানুয়ারি, ২০১৯ ১৭:১৯

ঝিনাইদহে ভিটামিন 'এ' প্লাস নিয়ে মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ভিটামিন 'এ' প্লাস নিয়ে মতবিনিময়

ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এসময় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। জেলার ৬ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৬’শ ৯৪ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয় না বলে জানান সিভিল সার্জন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর