১৬ জানুয়ারি, ২০১৯ ১৭:৩৬

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

পেকুয়ায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় হত্যা চেষ্টা ও বসতঘরে অগ্নি-সংযোগের মামলায় মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরীসহ ৭ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

অন্যরা হলেন একই ইউনিয়নের মো. সাজিব, জয়নাল আবেদীন, সাহাব উদ্দিন, মাঈন উদ্দিন, আমান উল্লাহ ও সাকের উল্লাহ।

উল্লেখ্য, গত বছরের ১৩ জানুয়ারি ওয়াসিম তার সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে আওয়ামী লীগ নেতা ও মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে হত্যা চেষ্টা ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগে থানায় মামলা হয়। এই মামলায় জামিন চাইতে গেলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর