১৬ জানুয়ারি, ২০১৯ ২০:৩৬

দায়িত্ব পালনে অবহেলা, চর জব্বার থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি:

দায়িত্ব পালনে অবহেলা, চর জব্বার থানার ওসি প্রত্যাহার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যম বাগ্যা গ্রামে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার রাতে নিজাম উদ্দিনকে চর জব্বার থানা থেকে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সাথে চরজব্বার থানার ওসি হিসেবে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাহেদ উদ্দিনকে পদায়ন করা হয়েছে বলে জানান এসপি।

এসপি জানান, গণধর্ষণের ঘটনার পর গত ২ জানুয়ারি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে ভুক্তভোগির সাথে কথা বলেন। এরপর এই ঘটনায় দায়ের করা মমলার আসামিদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা পুলিশের চেয়ে জেলা গোয়েন্দা পুলিশের অধিক তৎপর ছিল বলে উল্লেখ করেন। যার কারণে এই ঘটনার পর যথাযথভাবে কর্তব্যকাজ করতে না পরায় ওসি নিজাম উদ্দিনকে প্রত্যহারের আদেশ দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর