১৭ জানুয়ারি, ২০১৯ ১৫:০৫

সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী ১৭ দিন পর বাড়ি ফিরলেন

নোয়াখালী প্রতিনিধি

সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী ১৭ দিন পর বাড়ি ফিরলেন

নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারী ১৭ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেন। বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দুই সপ্তাহের অধিক সময় রোগীকে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা ও চিকিৎসা শেষে ছুটি দেয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি তাকে হাঁড়ের চিকিৎসকের কাছে আসতে বলা হয়েছে।

এদিকে, হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার সময় ভুক্তভোগীর সাথে গোয়েন্দা পুলিশের একটি দল সঙ্গে যায়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এস আই জাকির হোসেন জানান, ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়ে তারা সচেষ্ট রয়েছেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর মধ্য রাতে নোয়াখালীর সবির্ণচর উপজেলার চর জুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামে ওই গৃহবধূকে গণধর্ষণ করে স্থানীয় ১০-১২ জন। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে চরজব্বার থানার ওসি নিমাজ উদ্দিকে গত ১৫ জনুয়ারী রাতে প্রত্যাহার করা হয়।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর