১৮ জানুয়ারি, ২০১৯ ১৪:৪৪

মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় নেত্রকোনায় মত বিনিময়

নেত্রকোনা প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় নেত্রকোনায় মত বিনিময়

মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা এবং তা কাজে লাগাতে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার জয়দেব চৌধুরীসহ সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় বিগত দিনের কাজের হিসাব এবং আগামী দিনগুলোতে যুবদের সম্পৃক্ত করে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হাওরাঞ্চলে মৎস্য রক্ষার কার্যক্রম হাতে নেয়ার বিষয়েও আলোচনা করেন মন্ত্রী। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর