১৮ জানুয়ারি, ২০১৯ ১৯:০৩

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এখনও চলছে উদ্ধারকাজ

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এখনও চলছে উদ্ধারকাজ

মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আজও উদ্ধারকাজ চলছে। শুক্রবার সকাল থেকেই মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে কাজ করছেন উদ্ধারকারীরা। ঘটনাস্থলে পুলিশ, নৌ-পুলিশ,কোষ্টগার্ড,ফায়ার সার্ভিস,নৌ-বাহিনীর ডুবুরীদল,স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে নিয়োজিত আছেন।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান,আজও বিভিন্ন পয়েন্টে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। নৌ-বাহিনীর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও ঢাকা ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবির ইউনিট তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টায় মেঘনায় মাটিবোঝাই "জাকির দেওয়ান" নামের ট্রলারটির সাথে মালবাহী জাহাজের ধাক্কা লাগে। এসময় ট্রলারটি ৩৪ শ্রমিক নিয়ে ডুবে যায়। এর মধ্যে ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ আছে ২০ শ্রমিক।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর