১৮ জানুয়ারি, ২০১৯ ১৯:২০

বগুড়ায় ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

রংপুর-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য বগুড়ার মোকামতলা বন্দরে সড়কের পূর্বপাশের জমি অনিয়ম করে অধিগ্রহণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দারা। এর প্রতিকার জানিয়ে ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে মানবন্ধন ও প্রতিবাদ সভা করেছে ভূমি মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেরার মোকামতলা বন্দরে মহাসড়কের পাশে ওই মানববন্ধন শেষে রুবায়েত মাহমুদ রুনুর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভুমি মালিকদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব ইসরাফিল প্রধান, রবিউল হাসান মাসুদ, আমিনুর ইসলাম, সিদ্দিকুর রহমান, রাশেদুল হাফিজ লিমন প্রমুখ। 

অনিয়মের প্রতিবাদ জানিয়ে ভূমি মালিক মোস্তাফিজার রহমান বগুড়া জেলা প্রশাসক বরাবরে অধিগ্রহণ বিষয়ে আপত্তি তুলে একটি আবেদন দাখিল করেছেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর