১৯ জানুয়ারি, ২০১৯ ২০:৩৩

দিনাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতায় মানুষের ঢল

হালকা শীতের নরম রোদ আর বেলা পড়ে আসার আলোয় বিলুপ্তপ্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করলেন হাজারো মানুষ। শনিবার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রামপুরা-আব্দুল্লাপাড়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় জয়পুরহাট, নওগা, রাজশাহী, ঝিনাইদহ, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুরের প্রায় ৩০টি ঘোড়া অংশগ্রহন করে।

শনিবার দুপুরে অনুষ্ঠিত ওই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে দুপুরের আগেই হাজির হয়েছিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। দুপুরের পর বিস্তীর্ণ মাঠের চারদিক খেলা শুরুর আগেই পুরো এলাকায় হয়ে পড়ে লোকারণ্য।

ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করলে করতালির মধ্য দিয়ে শুরু হয় ঘোড়দৌড় উৎসব। খেলা শেষে বিজীয়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা। 

খেলায় প্রথম পুরস্কার পান জাকারিয়া (বাইসাকেল), ২য় পুরস্কার লেবু মিয়া (টেলিভিশন) ও ৩য় পুরস্কার পেলেন সাজেদুল ইসলাম (খাসি)। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর