২০ জানুয়ারি, ২০১৯ ১৬:৪৮

রায়পুরে ১৩ মণ জাটকা জব্দ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে ১৩ মণ জাটকা জব্দ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে আজ সকালে কোস্টগার্ড ও মৎস বিভাগ অভিযান চালিয়ে ১৩ মণ জাটকা মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। 

জব্দকৃত ১৩ মণ জাটকা বিভিন্ন এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন ও কোস্টগার্ডের দায়িত্বরত অফিসার কন্টিনজেন্ট কমান্ডার মঈনুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ বিএসসি উপস্থিত ছিলেন। 

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার চরবংশী ইউনিয়নের মেঘনাবাজার এলাকায় কোস্টগার্ড ও মৎস বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে প্রায় ১৩ মণ জাটকা ও একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। তবে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

ক্যাম্পের অফিসার মঈনুল ইসলাম জানান, অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে।    

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর