২১ জানুয়ারি, ২০১৯ ১৪:০২

মোংলায় মার্বেল ফ্যাক্টরিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

মোংলায় মার্বেল ফ্যাক্টরিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

বাগেরহাটের মোংলা ইপিজেডে পাথর চাপায় কাজী রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম রবিউল। তার বাড়ি চাদপুর জেলায়। তিনি মোংলার দিগরাজ এলাকায় পরিবারসহ ভাড়া বাড়িতে থাকতেন।

জানা গেছে, রবিবার বিকেলে মোংলা ইপিজেডের কাতার মার্বেল নামক ফ্যাক্টরিতে কাজ করার সময় মাথা ও শরীরে পাথরের আঘাত পেয়ে গুরুতর আহত হন রবিউল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি মারা যান।

মোংলা থানার এসআই আকরাম হোসেন বলেন, রবিউল ফ্যাক্টরিতে পাথরের টাইলস সরানোর কাজ করছিলেন। মেশিনের সাহায্যে বিশাল আকৃতির কেটে রাখা ‘পাথর টাইলস’ সরানোর সময় প্রায় ৩ টন ওজনের পাথরের নিচে চাপা পড়েন তিনি। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে ভর্তির হলে রাতে তিনি মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

লাশের ময়নাতদন্ত সোমবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর