২১ জানুয়ারি, ২০১৯ ১৭:০৫

পাবনায় ৩ হাসপাতালে দুদকের অভিযান

পাবনা প্রতিনিধি:

পাবনায় ৩ হাসপাতালে দুদকের অভিযান

সারাদেশের ন্যায় পাবনার ৩টি হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। এ সময় তারা চিকিৎসকদের দায়িত্বে অবহেলা ও রোগীর ঔষধ প্রদানে অনিয়ম খুঁজে দেখার পাশাপাশি সেবা প্রত্যাশীরা কাঙ্খিত সেবা পাচ্ছেন কিনা- সেগুলো তদন্ত করেন। 

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক এই অভিযান পরিচালনা করে।  

পাবনা সমন্মিত দুদক কার্যালয়েল উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আতিকুর রহমান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক সকাল ৯টার দিকে সারাদেশের ন্যায় পাবনা জেনারেল হাসপাতাল এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাবনা জেনারেল হাসপাতালে ৪৯ জন চিকিৎসকের স্থলে ১৪ জনের উপস্থিতি পাওয়া যায়। 

এরপরই আটঘরিয়া ও চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও চিকিৎসকদের অনুপস্থিতি লক্ষ্য করা যায় এবং পর্যাপ্ত ঔষুধ থাকা সত্বেও রোগীদের তা দেওয়া হয় না বলেও জানান দুদক কর্মকর্তারা।  

তিনি আরো বলেন, চিকিৎসকদের সঠিক সময়ে কর্মস্থলে আমরা পাইনি। এ বিষয়ে তাৎক্ষণিক ভাবে আমাদের প্রধান কার্যালয়ে তথ্য পাঠানো হয়েছে।
 
আগামীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়ম পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর