২১ জানুয়ারি, ২০১৯ ২২:২৭

ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ওষুধ ভেবে কীটনাশক পানে বৃদ্ধার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক পান করে রশিদা খাতুন (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া রশিদা খাতুন চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হালকাকারা এলাকার নুরুল ইসলামের স্ত্রী। 

চকরিয়া পৌরসভার কাউন্সিলর মো.রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে ফসলে ছিটানোর জন্য একটি কীটনাশকের বোতল এনে বাড়ি রাখা হয়। এসময় বৃদ্ধা রশিদা খাতুন তার জন্য ওষুধ এনে রাখা হয়েছে ভেবে ওই কীটনাশক পান করে। কীটনাশক পানের কিছুক্ষণ পর বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়লে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা রশিদা খাতুন মারা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ওষুধ ভেবে কীটনাশক পান করে রশিদা খাতুন নামের এক বৃদ্ধা মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 


বিডি-প্রতদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর