শিরোনাম
২২ জানুয়ারি, ২০১৯ ১৮:৩২

নন্দীগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়লো খড়ের পালা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

নন্দীগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়লো খড়ের পালা

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাতে ও দিনে ৫টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কহুলী ও বেলঘরিয়া গ্রামে খরের পালায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সোমবার রাতে পুনাইল গ্রামে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়ন কহুলী গ্রামের কৃষক আয়েজ উদ্দিনের সাড়ে তিন বিঘা জমির একটি, ভাটরা ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের কৃষক মোহাতাব উদ্দিনের ২৫ বিঘা জমির দু'টি খরের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া সোমবার রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের সেবা বর্মণের ২০ বিঘা জমির দুটি খরের পালায় আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংবাদ পেয়ে দ্রুত নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলে। 

বগুড়ার নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের ইউনিটের স্টেশন কর্মকর্তা বজলুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে। 

উল্লেখ, এর আগেও কয়েক দফায় প্রায ৫০ টি খড়ের পালায় আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর