২৩ জানুয়ারি, ২০১৯ ১৬:০৭

'বিএনপি জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'

অনলাইন ডেস্ক

'বিএনপি জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে'

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমি মনে করি তারা জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনগণের সমর্থন হারিয়েছে। আমরা চাই বিএনপি উপজেলা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতামূলক স্থানীয় সরকারের নির্বাচন হোক, যেখানে সবাই অংশ নেবে। 
বুধবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, দেশের অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগ অনেক বেশি অগ্রসর ও অনেক বেশি পারদর্শী। গত ১০ বছরে তা প্রমাণ করে দিয়েছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। তাই উন্নয়নের চাকা আরও বেগবান রাখতে জনগণ আওয়ামী লীগকে ফের ভোট দিয়ে নির্বাচিত করেছে।

কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এখনও ৪৫ শতাংশ মানুষের জীবিকা আসে কৃষি থেকে। কৃষিকে আমরা শিল্পায়ন করে, প্রক্রিয়াজাত করে, বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করবো। এ সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে জাতীয় পুষ্টি এবং নিরাপদ খাদ্য।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর