শিরোনাম
২৩ জানুয়ারি, ২০১৯ ১৮:০৭

সুন্দরবনের পশুর চ্যানেলে বালু বোঝাই বলগেট ডুবি

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনের পশুর চ্যানেলে বালু বোঝাই বলগেট ডুবি

সুন্দরবনের পশুর চ্যানেলে বালু বোঝাই একটি ইঞ্জিন চালিত ‘বলগেট’ ডুবির ঘটনা ঘটেছে। প্রচন্ড স্রোতের টানে নোঙ্গরের শিকল ছিড়ে পিছনে থাকা অপর আরেকটি নৌযানে সাথে ধাক্কা লেগে মঙ্গলবার রাতে ডুবে যায় এমবি জুবায়ের নামের এই বলগেটটি। বলগেট উদ্ধারে এখনও পর্যন্ত কাজ শুরু করেনি মালিক পক্ষ। তাই বিকাল পর্যন্ত ডুবে যাওয়া বলগেটটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। 

মোংলা অদুরে বলগেট ডুবির ঘটনায় মোংলা বন্দরের মুল পশুর চ্যানেলে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হবে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর হারবার মাস্টার কমান্ডার দুরুল হুদা বলেন, বন্দরের পশুর নৌযানটি ডুবায় মুল চ্যানেলে জাহাজ চলাচল বাধাগ্রস্থ হবে কিনা তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। তবে, নৌযানটি ডোবার পরে আজকে সারাদিন চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। আমরা বলগেটটির অবস্থান সনাক্তে কাজ শুরু করেছি। অবস্থান নিশ্চিত করার পরে বলা যাবে যান চলাচলে কোন বাধা সৃষ্টি হবে কি না।
এদিকে দুর্ঘটনা কবলিত বলগেটের ইঞ্জিন ও ট্যাংক থেকে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের ক্ষতির আশংকা করছেন বিশেষজ্ঞরা। 

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর