২৩ জানুয়ারি, ২০১৯ ১৮:৫০

মাদারীপুরে ৪ প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৪ প্রাইভেট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতীকী ছবি

মাদারীপুর জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস ও র‌্যাব-৮ এর সহযোতিায় ভ্রাম্যমাণ আদালত রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ৪ প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে তিন প্রাইভেট হাপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এক মালিককে আর্থিক জরিমানা করেছে। 

বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে বন্দরে ৪ প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনাকালে ভুয়া ডাক্তার, ভুয়া রোগ নির্নয় পরীক্ষা সনদ ও ডাক্তারের ভুয়া সিলসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন মুমু ও রেক্সোনা খাতুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত সুত্র ও  মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার মোঃ রইসউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা চলে আসছিল। এমন অভিযোগ পেয়ে বুধবার টেকেরহাট বন্দরের ৪ প্রাইভেট হাসপাতালে র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। হাসপাতালগুলো নানা অনিয়মে জর্জরিত। নেই সার্বক্ষণিক ডাক্তার। নেই প্রশিক্ষিত নার্স, পল্লী চিকিৎসকই  আবাসিক মেডিকেল অফিসারের ভুমিকা পালন করে আসছিল। অনুমোদন বিহীনভাবে প্রাইভেট হাসপাতাল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা প্রদান ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালের স্বত্বাধিকারীদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সিভিল সার্জন মাদারীপুর এর প্রতিনিধি ডাঃ মোঃ এসএম খলিলুজ্জামান উপস্থিত ছিলেন।’ 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন মুমু বলেন, ‘জেলা ম্যাজিষ্টেট মোঃ ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন হাসপাতালের মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অনিয়মের অভিযোগে অপর এক হাসপাতালের মালিককে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।’


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর