২৩ জানুয়ারি, ২০১৯ ১৯:৪৬

বগুড়া ঘুরে গেলেন চার ভ্রমণকন্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া ঘুরে গেলেন চার ভ্রমণকন্যা

ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ‘ভ্রমণকন্যা’ ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা তুলি, সিলভী রহমান, রাবেয়া বসরী রাইসা ও জয়ন্তী রানী দাস বগুড়া ঘুরে গেলেন। 

দুটি স্কুটিতে করে চারজন ভ্রমণকন্যা বগুড়ায় পৌঁছে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের আত্মরক্ষার উপর বিভিন্ন কলা কৌশল বিষয়ে টিপস দেন। 
নির্যাতন, ইভটিজার বিষয়ে নানা তথ্য প্রদান করেন। সমাজে মাথা উঁচু করে চলাচলের বিষয়েও আলোকপাত করেন তারা। বুধবার দুপুরে তারা বগুড়া থেকে নওগাঁয় চলে যান।
এরআগে ছয়টি পর্বে স্কুটি নিয়ে তারা বাংলাদেশের ৩৩ টি জেলা পরিদর্শনের পর সপ্তম ধাপে ১২ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারি, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাটের পর ২৩ জানুয়ারি বগুড়ায় আসেন। ৬ এপ্রিল ২০১৭ তারা ঢাকা থেকে ভ্রমণ শুরু করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর