Bangladesh Pratidin

প্রকাশ : ২৩ জানুয়ারি, ২০১৯ ২১:২১ অনলাইন ভার্সন
ময়মনসিংহে নারীসহ ৪ জঙ্গি আটক
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে নারীসহ ৪ জঙ্গি আটক

ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ থেকে এক নারী জঙ্গিসহ চারজনকে আটক করেছে র‌্যাব-১৪। আজ বুধবার রাত ৮: ১০ মিনিটে বিদ্যাগঞ্জ রেল স্টেশন থেকে তাদের আটক করা হয়। 

র‌্যাব-১৪’র এএসপি তৌফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো নাম পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

এএসপি তৌফিকুল আলম জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে করে তারা রাতে বিদ্যাগঞ্জ রলেওয়ে স্টেশনে নামে। নামার সাথে সাথেই তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর শিবলী সাদিক।

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরেই অনলাইনে তাদের নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও তাদের মোবাইল ফোন ট্রেকিং করা হচ্ছিল। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও কিছু বলছে না। তবে এ বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি তৌফিকুল আলম।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow