২৪ জানুয়ারি, ২০১৯ ০৯:৫১

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ মাদক ব্যবসায়ী নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সাথে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তবে তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ভোররাতে টেকনাফের সাবরাং বাহারছড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ র‌্যাব-৭ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব। 

র‌্যাবের ভাষ্য মতে, বৃহস্পতিবার ভোর রাতে মেরিন ড্রাইভের যে কোন ঘাট এলাকায় ইয়াবা খালাসের গোপন সংবাদ পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল নিয়মিত টহলে যায়। এক পর্যায়ে বাহারছড়া ঘাট বরাবরে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওঁৎ পেতে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। র‌্যাবও  আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তাদের গুলিতে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে অন্যান্যরা পালিয়ে যায়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্যাকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎিসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

মির্জা শাহেদ মাহতাব জানান, এ ঘটনায় ৫০ হাজার পিস ইয়াবা, ২টি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত দুই মাদক ব্যবসায়ীর নাম ও পরিচয় সনাক্ত করা যায়নি। উদ্ধার লাশ দুটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে। 

বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর